বিজনেস ফাইল প্রতিবেদক
উপজেলা পরিষদে কর্মরত মালীরা তাদের চাকুরি স্থায়ীকরণ ও রাজস্ব খাতে নেয়ার দাবি জানিয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো এক আবেদনে এ দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদে দৈনিক মজুরী হাজিরা ভিত্তিক মালী পদে কর্মরত আছেন। উপজেলা পরিষদে বর্তমানে একজন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও একজন গাড়ি চালক এবং দুইজন অফিস সহায়ক সরকারি বিধি মোতাবেক বেতন ভাতা গ্রহণ করছেন। কিন্তু দীর্ঘদিনেও মালীদের বিষয়টি সুরাহা হয়নি। মালীদের চাকুরি রাজস্বখাতভুক্ত করতে ২০১৩ সালে হাইকোর্টে রিট করা হয়।
এ প্রেক্ষিতে হাইকোর্ট ২০১৫ সালে আবেদনকারীদের পক্ষে রায় দেয়। পরবর্তীতে আপিল বিভাগও সেই রায় বহাল রাখেন। তবে বিগত সরকার সেটি কার্যকর করেনি। আমলাতান্ত্রিক মারপ্যাঁচে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। আবেদনকারীরা এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।