Agaminews
Dr. Neem Hakim

সিংহ শিকারের জন্যই বের হয়: মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১:১০ অপরাহ্ন /
সিংহ শিকারের জন্যই বের হয়: মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি

বিজনেস ফাইল ডেস্ক
তামিলনাড়ুর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মাদুরাই শহরে এক হাই-ভোল্টেজ সমাবেশে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় বিজেপিকে নিজের দলের ‘একমাত্র আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-র বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগও করেন তিনি।
দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে বিজয় ইতিহাসের উদাহরণ, আঞ্চলিক গর্ব এবং আবেগঘন প্রতীক ব্যবহার করে টিভিকে-কে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেন। ২০২৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে লড়বে তার দল।
বিজয় বলেন, “একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে, আবার একা থাকতেও জানে। সিংহ কেবল শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য নয়।”
বিজেপির সঙ্গে জোটের গুজব নাকচ করে তিনি স্পষ্ট করেন, টিভিকে কোনো ধর্মবিরোধী দল নয়, বরং জনগণের দল। তার দাবি, তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।
জনসেবা ও নৈতিক স্পষ্টতার ওপর দাঁড়িয়ে বিজয় টিভিকে-কে ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেন। বিজেপিকে তিনি আখ্যা দেন ‘জনবিরোধী নীতি’ অনুসরণকারী এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’-এর দল হিসেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এনইইটি বাতিল করুন! আপনি কি পারবেন, নরেন্দ্র মোদি আগরওয়াল?” বিজয়ের অভিযোগ, একগুঁয়েমির কারণে কেন্দ্র শিক্ষার্থীদের ওপর এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে।
তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টকে কেন্দ্র অবহেলা করছে বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করেন, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।
সূত্র: লাইভমিন্ট, নিউজ১৮।