বিজনেস ফাইল প্রতিবেদক
আজ মঙ্গলবার (০২ জুলাই) এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রাজধানীতে সকাল থেকেই ছিল ভারী বৃষ্টি। বৃষ্টির কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা এবং অনেক স্থানে দেখা দেয় খানাখন্দ। বিভিন্ন মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় একদিকে রাজধানীর টিটিপাড়া থেকে কমলাপুর রাস্তাটি একেবারেই বন্ধ আছে অন্যদিকে মালিবাগ রেলগেইট থেকে খিলগাঁও ফ্লাইওভারের গোঁড়া পর্যন্ত রাস্তাটি অর্ধেক চালু রয়েছে। সবকিছু মিলিয়ে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের আওতাধীন এ এলাকায় ট্রাফিক প্রেসার বাড়তে থাকে। আজ সকাল সাড়ে ৮টায় খিলগাঁওয়ের ফ্লাইওভারের ইউলুপের উপর দাঁড়িয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি মনিটরিং করছেন এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিচ্ছেন মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।