ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

বাজিতপুরে অবৈধ টমটম গাড়ি সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২৮, ২০২৪
  • 182 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ টমটম গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ. ইয়াসিন হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন ।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন হাসান পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় পথচারী এলাকার পৈলনপুর রোকেয়া বেগম (৬০),কাপাসিয়া উপজেলার আকবর আলি সিফাত (১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ইয়াছিন হাসানসহ তিনজন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ টমটমের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী রোকিয়া বেগম ও সিফাত, সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০