ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে চাঞ্চল্যকর প্রতিবন্ধী মধু হত্যার মূল আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 406 শেয়ার
মধুচন্দ্র দাস হত্যা মামলার মূল আসামী রুবেল

মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী মধু হত্যা মামলার মূল আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বাজিতপুর থানার একটি চৌকস দল প্রযুক্তির সহায়তায় রুবেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে।
জানা যায়, ১৬ মার্চ বিকেল ৩টার দিকে বাজিতপুর থানাধীন মাইজচর ইউনিয়নের আয়নারগোপ গ্রামের মধুচন্দ্র দাসের বাড়িতে প্রতিবেশী রুবেল গংদের সাথে পূর্ব বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। মারধরের শিকার হয়ে প্রতিবন্ধী মধুচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী সুরজা রানী দাস বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। (নং-১১, তারিখ-১৯/০৩/৪)। আসামীরা হলেন আয়নারগোপ গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৫), আফসার উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার (২৪), পছন্দ আলীর ছেলে আফসার উদ্দিন (৩০) এবং মৃত হাসেন আলীর স্ত্রী মালেকা আক্তার (৫২)।
এজাহার সূত্রে জানা যায়, নিহত মধু চন্দ্র দাসের বড় ছেলে সবুজ চন্দ্র দাস (২৫) এর সাথে পাশের বাড়ীর একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে গত ১৫ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের উপস্থিতিতে সবুজ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করে বিষয়টি মীমাংসা করে। পরবর্তীতে মীমাংসিত বিষয় না মেনে রুবেল গং হাতে লাঠি ও বল্লমসহ ১৬ মার্চ বিকেল ৩ টার দিকে মধু চন্দ্র দাসের বাড়িতে এসে বলে মীমাংসার বিষয়টি আমরা মানি না। এক পর্যায়ে রুবেল গং মুধ চন্দ্রকে অতর্কিত গালিগালাজ করে এলোপাথারিভাবে মারধর শুরু করে। এসময় রুবেল মিয়া সাথে কল্পনা আক্তার, আছসার উদ্দিন ও মালেকা আক্তারও এলোপাথারি মারধর করেন মধুকে। এতে মধু চন্দ্র গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। আহত মধুকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্য ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফাড করেন। পরে উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মধু চন্দ্র দাসের মৃত্যু হয়।
ঘটনার সময় রুবেল গং মধু চন্দ্র দাসের ঘর থেকে লক্ষাধিকার টাকার স্বর্ণালংকার নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করেন এবং ঘটনাস্থল থেকে লাঠি ও বল্লম উদ্ধার করেন। আজ বুধবার আসামীকে আদালতে তোলার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০