ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

বাজিতপুর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
  • 321 শেয়ার

 মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেল অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। পরিদর্শনকালে তিনি বাজিতপুর সার্কেল অফিসের সালামি গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তিনি শত বছরের পুরনো সার্কেল অফিসের আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, নিকলী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, বাজিতপুর সার্কেল অফিসের পরিদর্শক মোহাম্মদ রুকনুজ্জামান, বাজিতপুর শহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।


বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ চলতি বছরের ৩০ মে এ সার্কেলে যোগদান করেন। যোগদানের পর থেকে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ-এর নির্দেশে সার্কেলাধীন বাজিতপুর ও নিকলী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি গতিশীল ও সেবাপ্রত্যাশীদের ‌দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দুই থানার সকল ইউনিটের অফিসার ও সদস্যবৃন্দ।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারের নেতৃত্ব ও পরামর্শক্রমে সার্কেলাধীন বাজিতপুর এবং নিকলী থানার অফিসার ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০