বিজনেস ফাইল প্রতিবেদক
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সাম্পাদক অভি চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রহলাদ সরকারকে এবং সদস্য সচিব হয়েছেন মো. মনজুর রহমান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে শ্যামল ভৌমিক ও সুজিত কুমার ঘোষ।
সদস্যরা হলেন উজ্জল ঘোষ, শুশান্ত দাস, শশাঙ্ক শেখর, ইকরাম হোসেন তপন, জামাল, নিখিল বিশ্বাস, সমিরণ মন্ডল, মনোজিত মজুমদার, পলাশ কুমার বিশ্বাস, সজিব কুমার জুবিন, মহেশ কুমার বিশ্বাস, শিপন বিশ্বাস, সাথী আক্তার, মিলি ইসলাম, প্রীতিকনা ভাদুরী, মমতা দাস, বিষ্ণুপদ চক্রবর্তী, সুমন সরকার
মুকুল দে, পার্থ সিংহ রায়, রুবিনা আক্তার, সঞ্জয় কুমার, রাধা ভৌমিক, খায়রুল ওয়াসী, অনিতা রানী বিশ্বাস, গীতি রানী সাহা, শুক্লা ভৌমিক, তপন, জামির হোসেন জামির, নয়ন বিশ্বাস ও ইমরান হোসেন।