ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

৭৮-এ অমিতাভ

নির্মল বার্তা
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 113 শেয়ার
অমিতাভ
বলিউডের বিগবি অমিতাভ বচ্চন

কিছু মানুষের কাছে বয়সটা হলো জাস্ট নাম্বার ৷ বলিউডের বিগবি অমিতাভ বচ্চন, এই সব মানুষের তালিকায় একেবারে ওপরের সারিতে ৷ আর তাই তো ১১ অক্টোবর ৭৮ -এ পা দিয়েও অমিতাভ ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ! হ্যাঁ, বিগবি-র বয়স হতে নেই ৷

অন্তত, তাঁর অন্ধভক্তরা এমনটাই মনে করেন, কারণ, বলিউড সিনেমার ক্ষেত্রে তিনি যেন ঈশ্বর সমান ৷ আর ঈশ্বরের কী বয়স বাড়ে ! এই অমিতাভের একটি ছবির নামই ‘বুডঢা হোগা তেরা বাপ’ ! আর তাই বার বার প্রমাণ করে চলেছেন ৭৮-এর অমিতাভ৷

সমানতালে কাজ করছেন তিনি ৷ সিনেমার পর্দা থেকে টেলিভিশনের পর্দায় ৷ বিজ্ঞাপন থেকে এবার তো ওয়েব সিরিজও৷ যেকোনও ভাষায়, যেকোনও সিনেমায় অমিতাভ একেবারে সেই সত্তর দশকের নায়কের এনার্জি নিয়েই ক্যামেরার সামনে দাপিয়ে বেড়ান ৷ ৭৮-এ এসেও বক্স অফিস তাঁর হাতের মুঠোয় ৷

এখনও শহরের দেওয়ালে লম্বা পোস্টার পড়লে, ফ্যানেরা হাঁ করে তাকিয়ে থাকেন ৷ এখনও ধুতি-পঞ্জাবি পরে কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মাইকের সামনে দুটো বাংলা বললে, গোটা ইন্ডোর স্টেডিয়ামে হইচই পড়ে যায় ৷ বিগবি-র ম্যাজিক এমনই ৷

ফ্যানেদের থেকে এই আবেগ, এই ভালোবাসা পেয়ে একেবারেই আপ্লুত অমিতাভ ৷ তাই তো জন্মদিনে সকাল সকালই ফ্যানেদের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট করে ফেললেন অমিতাভ ৷ সোশ্যাল মিডিয়ায়, নানা ভাষায় ধন্যবাদ লিখে, অমিতাভ লিখলেন, ‘এই ১১ তারিখে, আপনাদের ভালোবাসা, আপনাদের আর্শিবাদ, সব সময় সঙ্গে থাকাই আমার সবচেয়ে বড় উপহার ৷ ধন্যবাদ !’

=ইন্ডিয়া টাইমস=

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০