ঢাকা   ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হোসেনপুরে ১৭ ফেব্রুয়ারি বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. তানিম ও ডা. মিরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 56 শেয়ার

হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত কুড়িমারা বাজার মোড়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন অধ্যাপক মো. নুরুল হকের পুত্র মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মাজহারুল হক তানিম।
উক্ত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে থাকছেন গাইনী ও মেডিসিনে অভিজ্ঞ ডা. শাহিন সুলতানা (মিরা)।

উল্লেখ্য, ডা. মো. মাজহারুল হক তানিম এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডিইএম (বারডেম); এমএসিপি (আমেরিকা), এফসিপিএস মেডিসিন (এফপি); মেম্বার-আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান; এডভান্স ট্রেইনিং ইন এন্ডোক্রাইনোলজি, মায়ো ক্লিনিক, যুক্তরাষ্ট্র; কনসালটেন্ট-ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর এবং রিপ্রোডাক্টিভ এন্ডাক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)।
তাঁর ঢাকা চেম্বার: অরোরা স্পেশালাইজড হসপিটাল, কাকরাইল, ঢাকা। কিশোরগঞ্জ চেম্বার : মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার, স্টেশন রোড, কিশোরগঞ্জ। সিরিয়ালের জন্য যোগাযোগের নাম্বার : ০১৭৪১-৪৮৫১৪৭।

ডাক্তার শাহিনা সুলতানা মীরা: এমবিবিএস (ঢাকা), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফী), পিজিপি (গাইনী এন্ড অবস্), প্রাক্তন মেডিকেল অফিসার ইবনে সিনা মেডিকেল কলেজ হাপাতাল; গাইনী, প্রসূতি ও স্ত্রী রোগে বিশেষ অভিজ্ঞ ও সার্জন (বিএমডিসি রেজিঃ নং-৯৬০৩৮)। তিনি চেম্বার করেন- মর্ডান জেনারেল হাসপাতাল ও এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফায়ার সার্ভিসের পূর্বপার্শ্বে, হোসেনপুর, কিশোরগঞ্জ। যোগাযোগের নাম্বার: ০১৬১৭-২৬৬৩২০।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০