ঢাকা   ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাজিতপুরে কৃষক নিবু হত্যার প্রকৃত আসামিদের চিহ্নিত করার দাবিতে মানববন্ধন হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে শেষ হলো মাসিক সভা শামসুল হুদার সফল ব্যবসায়ী হওয়ার গল্প দক্ষ সংগঠক ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন যুবদল নেতা মোমেন কৃষি ও শিল্প-কারখানার যন্ত্রাংশের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম: বিজনেস ফাইলকে অ্যাডভোকেট ফজলুর রহমান পিকাসো টাইলস ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত শপথ নিলেন আইডিএবির প্রথম নির্বাহী কমিটি স্বামী জিয়া উদ্দিনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, প্রতিকার চেয়ে স্ত্রী শারমিন জাহানের সংবাদ সম্মেলন

হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 2 শেয়ার

সাব্বির আহমদ মানিক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোরগঞ্জ, বাজিতপুর উপজেলা হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জম-জমাট আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৫ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুলের প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগীতা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির জেলা বিএনপির সহ সভাপতি বাজিতপুর উপজেলা আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাসিদ বিন এনাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, বাজিতপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াজ মামুনুর রহমান (পুটন)। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াধানে ছিলেন, হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল। অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশায় নেতৃবৃন্দ ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ । দলীয় নৃত্যৃসহ গ্রাম-বাংলার হারানো ঐতিহ্য ও সাংস্কৃতিকগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা। এবং সভাপতি ও অতিথিবৃন্দগণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০