ঢাকা   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ: ইসি মাছউদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি: নজরুল ইসলাম খান দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ২২ জানুয়ারি ২০২৫) বাজিতপুর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার ৫২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেও প্রতিষ্ঠানে এখনো বহাল প্রধান শিক্ষক-হাফিজুর রহমান দ্রুত সংস্কার শেষে এফবিসিসিআই নির্বাচন দিন আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ: ইসি মাছউদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 3 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে, নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক ও সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিন দেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেয়া হবে। আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেয়া হবে।

ইসি মাছউদ বলেন, এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। আর এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেইসাথে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০