ঢাকা   ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক ৩

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
  • 21 শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় শ্রীরামপাড়া গ্রামের আব্দুল মান্নান নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করার দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (৭ডিসেম্বর) ভোরে বাড়ি থেকে মাছ ব্যবসার উদ্দেশ্যে সলঙ্গার কুতুবেরচর মৎস্য আড়তে যাওয়ার পথে থানার শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। বিভিন্ন যায়গায় খোঁজ কর না পাওয়া গেলে ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেনসহ তার দুই ছেলে আব্দুল মালেক ও আবু তালেব।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকারকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০