বিনোদন ডেস্ক
সমাজের ওপর প্রভাব ফেলে সিনেমা। সব সময় যে তা ইতিবাচক হয়ে ধরা দেয় তা কিন্তু না। এই যেমন এবার ঘটল এক অর্থহীন ঘটনা। সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে রাতভর খোঁড়াখুঁড়ি চালালো উৎসাহী জনতা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি হলে রমরমিয়ে চলছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাটি। এই ছবি দেখেই গুপ্তধনের লোভে ভালো জায়গা খুড়ে প্রায় পুকুর বানানোর দশা করেছে ভারতের বোরহানপুরের বাসিন্দারা।
আগে থেকেই বোরহানপুরবাসীদের সন্দেহ ছিল, সেখানে মাটির নিচে গুপ্তধন আছে। কেউ কেউ নাকি সেখানে স্বর্ণমুদ্রাও দেখতে পেয়েছেন। ‘ছাবা’ ছবিটি সে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
কেননা ছবিটিতে বলা হয় বোরহানপুরে একসময় মোঘলদের বাস ছিল। যা ওই অঞ্চলের মানুষজনের মধ্যে গুপ্তধন বিষয়ক ধারণা আরও জোরালো করে। রাতের অন্ধকারে জেসিবি, টর্চ, শাবল-গাঁইতি নিয়ে খননকার্য চালায় বুরহানপুরের আসিরগড়ের জনতা।
জানা গেছে, দুর্গের চারপাশে পুরোদমে চলছে খোড়াখুড়ি। মেটাল ডিটেক্টর দিয়েও চারপাশ পরীক্ষা করে দেখা হয়েছে, সোনাদানা কোথাও লুকিয়ে রাখা রয়েছে কি না।
এতে বিরক্ত ওই জমির মালিক। নিষেধ করেও বিরত রাখতে পারেননি কাউকে। বাধ্য হয়ে পুলিশ ডাকেন তিনি। অবশেষে পুলিশের সাহায্যে গ্রামবাসীদের খননকার্য বন্ধ করা হয়। সেইসঙ্গে গুপ্তধনের সম্ভাবনাও উড়িয়ে দেয় প্রশাসন।
এদিকে মুক্তির পর থেকে সিনেমা হলে হাউজফুল যাচ্ছে ‘ছাবা’। এরইমধ্যে আয়ের ঝুলিতে তুলে নিয়েছে ৫০০ কোটি রুপি। এতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা প্রমুখ।