ঢাকা   ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

সিদ্ধিরগঞ্জে রেহানা-জয়-পুতুল-কাদেরের নামে হত্যা চেষ্টার মামলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
  • 65 শেয়ার

ইউসূফ আল আজিজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আলহাজ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে (৭৪) প্রধান আসামি করে ২৬৮ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ পরিবারের কয়েক সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
আদালতের নির্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মামলাটি গ্রহণ করে। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন।
মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) সহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলার এজাহারে বলা হয়, ২০ জুলাই বিকেল ৫টার সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মো. আলহাজ গুলিবিদ্ধ হন। সেদিন বিকেল ৫টায় বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল দেখতে পেয়ে মিছিলে যুক্ত হন বাদী। এর পরপরই ওয়াদুল কাদেরসহ উল্লেখিতদের নির্দেশে এবং আরও বেশ কয়েকজন আসামির আর্থিক ও অস্ত্র সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় মিছিলে হামলা চালায়। হামলায় তারা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট-পাটকেল, এবং ধারালো অস্ত্র ব্যবহার করে।

হামলাকারীদের গুলিতে বাদীর পেটের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার সময় আরও ১০-২০ জন গুলিবিদ্ধ হয়য়। স্থানীয়রা বাদীকে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০