ঢাকা   ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন রাষ্ট্রীয় ব্যাংকে নিয়োগপ্রাপ্ত এমডি/ডিএমডিদের কমার্স ব্যাকগ্রাউন্ড নেই! প্রকৃত ব্যাংকারদের মাঝে ক্ষোভ বাংলাদেশ পাইপ ও টিউবওয়েল এসোসিয়েশন: নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতেই এসোসিয়েশন চালাবো : সোলাইমান পারসী ফয়সাল দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪) শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা, হামলার অভিযোগ কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম’র ২০২৫-২০২৭ কমিটি গঠন সবার স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল বলেই একটি ভালো নির্বাচন হয়েছে : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে ভ্যাট সমস্যার সমাধান নিশ্চিত করব : সাক্ষাৎকারে ব্যবসায়ী নেতা রবিউল হক বাদশা দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪)

সবার স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল বলেই একটি ভালো নির্বাচন হয়েছে : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
  • 18 শেয়ার
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: চেয়ারম্যান, নির্বাচন বোর্ড, বারভিডা

বিজনেস ফাইল রিপোর্ট

ইচ্ছে থাকলে ভালো নির্বাচন করা যায় ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী তা প্রমাণ করলেন। ২১ ডিসেম্বর রাজধানীর হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়
বারবিডা’র (২০২৪-২০২৬)দ্বি-বার্ষিক নির্বাচন ।
মোট ভোটার ১০৪৭ জন।কাস্ট ভোট ৭২৪। বাতিল ৩১ টি। প্রার্থী আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এ নির্বাচনে। পর্যবেক্ষক হিসেবে দেশের শীর্ষ অন্তত দশটি স্যাটেলাইট টিভি এবং বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধি অংশ নেয়। বিগত যেকোনো সময়ের যে এবারের বারভিডার নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্য নানা জটিলতা কাটিয়ে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আদেশ দেয়। মন্ত্রণালয়ের বেধে দেয়া তারিখেই নির্বাচন করে এক অবিশ্বাস্য সম্ভবকে সম্ভব করলেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী। তার সাথে দুজন নির্বাচন বোর্ড সদস্য, আপিল বোর্ড, বারভিডা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নিরাপত্তা কর্মী, মিডিয়া কর্মীরা দায়িত্ব পালন করে। দেশজুড়ে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা গড়ে ওঠে।
এফবিসিসিআই’র বিভিন্ন সংগঠন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলীকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই বলছেন নির্বাচন হলে এমন ধরনের নির্বাচনই হওয়া উচিত। এক প্রতিক্রিয়ায় নির্বাচন বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন সকলের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল বলেই বারভিডা’র একটি ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। -বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০