কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।
আজ সোমবার হোসেনপুর উপজেলা মিলনায়তনে ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ শীর্ষক আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজমা ইভা।
অনুষ্ঠানে সফল জননী নাজমা আক্তারসহ কয়েকজন নারীকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, সফল জননী নাজমা আক্তার ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মাজহারুল ইসলাম তানিমের মাতা।