ঢাকা   ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

শিল্পকলা একাডেমি খুলছে ২৩ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৩, ২০২০
  • 99 শেয়ার
শিল্পকলা একাডেমি
শিল্পকলা একাডেমি

ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল। করোনা মহামারিতে দেশে সাধারণ ছুটি চলাকালীন গত ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় শিল্পকলা একাডেমি।

এসব হলে আপাতত সপ্তাহে দুই দিন নাটক মঞ্চস্থ করা যাবে। এ দুদিন হলো শুক্রবার ও শনিবার। তবে, আগের মতো শতভাগ দর্শক নিয়ে নাটক প্রদর্শনী করা যাবে না। আপাতত এক তৃতীয়াংশ দর্শক নিয়ে নাটকের প্রদর্শনী চলবে। দর্শকদের অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ এসব তথ্য নিশ্চিত করেন। শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকীর উপস্থিতিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়।

কামাল বায়েজীদ বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার যে আবারও মঞ্চ নাটক নিয়ে দর্শকদের সামনে ফিরতে পারব। দর্শকরাও এখানে মঞ্চ নাটক দেখতে পারবেন। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’

শিল্পকলা একাডেমির যে তিনটি হলে নাটক মঞ্চায়ন হয়ে আসছে সেগুলো হলো- জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হল।

নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘সবকিছু খুলে দেওয়া হলেও থিয়েটার হলটা খোলার বাকি ছিল। আমরা মঞ্চের জন্য নিবেদিত প্রাণ, মঞ্চকে ভালোবেসে কাজ করি। এখানে অর্থ নেই, আছে মানুষের ভালোবাসা। অবশেষে শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।’

আইটিআই (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট) এর সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘নীতিগতভাবে আগেই সিদ্বান্ত হয়েছিল মঞ্চ নাটকের জন্য শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়া হবে। অবশেষে তার বাস্তবায়ন হলো। এতে আমরা খুশি।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০