ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

শিল্পকলা একাডেমি খুলছে ২৩ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৩, ২০২০
  • 118 শেয়ার
শিল্পকলা একাডেমি
শিল্পকলা একাডেমি

ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল। করোনা মহামারিতে দেশে সাধারণ ছুটি চলাকালীন গত ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয় শিল্পকলা একাডেমি।

এসব হলে আপাতত সপ্তাহে দুই দিন নাটক মঞ্চস্থ করা যাবে। এ দুদিন হলো শুক্রবার ও শনিবার। তবে, আগের মতো শতভাগ দর্শক নিয়ে নাটক প্রদর্শনী করা যাবে না। আপাতত এক তৃতীয়াংশ দর্শক নিয়ে নাটকের প্রদর্শনী চলবে। দর্শকদের অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ এসব তথ্য নিশ্চিত করেন। শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকীর উপস্থিতিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়।

কামাল বায়েজীদ বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার যে আবারও মঞ্চ নাটক নিয়ে দর্শকদের সামনে ফিরতে পারব। দর্শকরাও এখানে মঞ্চ নাটক দেখতে পারবেন। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’

শিল্পকলা একাডেমির যে তিনটি হলে নাটক মঞ্চায়ন হয়ে আসছে সেগুলো হলো- জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হল।

নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘সবকিছু খুলে দেওয়া হলেও থিয়েটার হলটা খোলার বাকি ছিল। আমরা মঞ্চের জন্য নিবেদিত প্রাণ, মঞ্চকে ভালোবেসে কাজ করি। এখানে অর্থ নেই, আছে মানুষের ভালোবাসা। অবশেষে শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।’

আইটিআই (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট) এর সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘নীতিগতভাবে আগেই সিদ্বান্ত হয়েছিল মঞ্চ নাটকের জন্য শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়া হবে। অবশেষে তার বাস্তবায়ন হলো। এতে আমরা খুশি।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০