বিজনেস ফাইল প্রতিবেদক
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মহতী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি কাজী সাইফুল ইসলাম পিএমজেএফ, গ্যাট এরিয়া লিডার, সিএ ৬ কে, এবং লায়ন আসরাফ উদ্দিন হিরা, জেলা গভর্ণর, ৩১৫ বি ১।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন সাব্বির মোহাম্মাদ সায়েম, জেলা গভর্ণর, জেলা ৩১৫ বি ৩, বাংলাদেশ।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন আবুল বাশার মিন্টু, চেয়ারম্যান, রমজান উদযাপন কমিটি– ২০২৫।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানুষের সেবায় নিবেদিতপ্রাণ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও আরসি হেডকোয়াটার্স এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ আয়োজনের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনাল তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।