ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

রাস্তা দখলমুক্ত ও হকার উচ্ছেদে মতিঝিল ট্রাফিক বিভাগের চিরুনি অভিযান

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জুন ২, ২০২৪
  • 209 শেয়ার
হকার উচ্ছেদের পরের চিত্র

বিজনেস ফাইল প্রতিবেদক
রাজধানী ঢাকার রাস্তাগুলোর বিশাল একটি অংশ হকারের দখলে থাকায় পথচারীদের চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়ে। একইসাথে প্রতিদিন যানবাহন ও জনসাধারণ চলাচলে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে, অপচয় হয় হাজার হাজার কর্মঘন্টা।
সম্প্রতি কয়েক দফায় মতিঝিল ট্রাফিক বিভাগ নিজ আওতাধীন অনেক জায়গা থেকেই হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২ জুন) দুপুরে একযোগে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হতে গোলাপশাহ মাজার লিঙ্ক রোড, পুরানা পল্টন এলাকা ও ফকিরাপুল এলাকায় রাস্তা দখলমুক্তকরণে হকার উচ্ছেদ করা হয়। এ সময় মালামাল জব্দ এবং হকারদের থানায়ও প্রেরণ করা হয়। এ উদ্যোগ নেয়ার পথচারী-সাধারণ জনগণ ও সচেতন মহল ডিএমপির ট্রাফিক বিভাগকে সাধুবাদ জানান।

পূর্বের চিত্র

জানা যায়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) কর্তৃক প্রণীত ‘স্পট বাই স্পট’ সমস্যা সমাধানের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাফিক মতিঝিল বিভাগ প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, ডিএমপি কমিশনার স্যারের নেতৃত্বে ট্রাফিক মতিঝিল বিভাগ রাস্তা দখলমুক্ত করে শতভাগ যান ও জন চলাচলের জন্য উন্মুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পূর্বের তুলনায় জিরো পয়েন্ট হতে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উপর থেকে সিংহভাগ হকার উচ্ছেদ হওয়ায় যানজট ও জনদুর্ভোগ কমেছে উল্লেখযোগ্য হারে। এ সময় ডিএমপি কমিশনারের উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে ঢাকার সব রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০