ঢাকা   ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

রাষ্ট্রপতির সাথে সাংবাদিক নেতা আজাহার আলী সরকারের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
  • 89 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
গত ৪ আগস্ট থেকে ৮ আগস্টের এই সময়টা বাংলাদেশে সরকারবিহীন অবস্থায় শক্তভাবে সবকিছু মোকাবেলায় প্রশংসনীয় অবদানের জন্য সাংবাদিক সমাজের পক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতা আজাহার সরকার।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে গত ৩ জানুয়ারি শুক্রবার সাক্ষাৎ করেন সাংবাদিক আজাহার আলী সরকার। তিন ঘন্টারও বেশী সময় ধরে তাঁরা দেশের চলমান পরিস্থিতি রাজনীতি অর্থনীতি সামাজিকসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। এ সময় আমাদের প্রতিবেশীসহ বেশ কিছু রাষ্ট্রের ব্যাপারেও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, খ্যাতিমান এই সাংবাদিক নেতা আজাহার আলী সরকার বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাংবাদিক সংগঠন “বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম “-এর ভারপ্রাপ্ত মহাসচিব।
আজাহার আলী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হতে পদার্থবিজ্ঞানে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভ করেন। তিনি আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা, বাসস, আমাদের সময় এবং আমাদের নুতন সময় পত্রিকায় সাংবাদিক হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি দেশের প্রথম উপ-সম্পাদক। তিনি দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক ছিলেন। আজাহার সরকার দৈনিক বিজনেস ফাইল পত্রিকার উপদেষ্টা সম্পাদক। এছাড়া তিনি বসুন্ধরা গ্রæপের মিডিয়া পরামর্শক হিসেবেও একযুগেরও বেশী সময় দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক হিসেবে এডভান্স রিপোর্টিংয়ের ক্ষেত্রে বিরাট সুনাম রয়েছে আজাহারের। শুধু তাই নয়, এডভান্স রিপোর্টিংয়ের সাহসিকতার কারণে দেশ-বিদেশেও খ্যাতি রয়েছে আজাহার আলী সরকারের।
আজাহার সরকার তার আরও সাফল্য এবং সুস্থ্যতায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০