রায়পুরা প্রতিনিধি
রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে আজ শনিবার (৮ মার্চ ২০২৫) জামিয়া ইসলামিয়া আরাবিয়া সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানা, রায়পুরা, নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সভাপতি সিরাজুল ইসলাম সালাম। প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসিম উদ্দিন, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ, শিমুলকান্দি ডিগ্রী কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ, বি, এম শামী, শানু এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর লায়ন মো. আবুল হোসেন, রোটারিয়ান আলহাজ্ব আবু কাউসার খন্দকার, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল। ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মুহাম্মদ জাহাঙ্গীর ও সহ সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহাবুব, দপ্তর সম্পাদক রবিউল্লাহ্ ভূইয়া এবং ফোরামের সহ- সভাপতি, সম্পাদক মন্ডলীসহ নির্বাহী সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ । দোয়া পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুর রহমান খান।