বিজনেস ফাইল প্রতিবেদক
নির্বাচন সামনে রেখে জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাসহ যুগপৎ আন্দোলনের শরিক ছয় নেতাকে চিঠি দিয়েছে বিএনপি।
তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়দলের চেয়ারম্যান ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সৈয়দ এহসানুল হুদার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী)।
এ ৬ নেতাকে বিএনপির সমর্থনতাঁদের নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গত ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
আলাদা আলাদা চিঠিতে সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে ওই নেতারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সংসদীয় এলাকায় জনসংযোগ ও তাঁদের দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি।