ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

যানজট সহনীয় রাখতে গুলিস্তানে ট্রাফিক মতিঝিল বিভাগের অংশীজন সভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মে ১৫, ২০২৪
  • 110 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
রাজধানীর গুলিস্তান কেন্দ্রিক পরিবহন মালিক, ড্রাইভার-হেলপার, কমিউনিটি পুলিশের সাথে ট্রাফিক মতিঝিল বিভাগের সচেতনতামূলক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের ডিসি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএমের নির্দেশে গতকাল মঙ্গলবার (১৪ মে) গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পরিবহন মালিক, ড্রাইভার-হেলপার, কমিউনিটি পুলিশ এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, ট্রাফিক মতিঝিল বিভাগের অন্তর্গত রাজধানীর গুলিস্তান অন্যতম একটি ব্যস্ততম এলাকা। প্রতিদিন লক্ষ লক্ষ লোক এ এলাকায় যাতায়াত করেন। হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনের তীব্র চাপ, ল্যান্ডিং স্থান ও গাড়ি ধারণ ক্ষমতা অপ্রতুল সর্বোপরি ৩০ ব্যানারের প্রায় সহস্রাধিক গাড়ি নারায়ণগঞ্জ, কুমিল্লা, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে এ এলাকায় চলাচলের কারণে ট্রাফিক ব্যবস্থায় হিমশিম খেতে হচ্ছে।
এ অবস্থায় গুলিস্তান এলাকায় যানজট সহনীয় রাখতে এবং ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উপস্থিত সকলে নিম্নোক্ত বিষয়সমূহ মেনে চলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।


১। প্রতিটি কাউন্টারে ০১ (এক) টির বেশি বাস থাকতে পারবে না এবং যাত্রী না থাকলে কাউন্টারের সামনে কোন বাস অবস্থান করতে পারবে না।
২। ফ্লাই ওভারের উঠা ও নামার মুখে কোন অবস্থায় যানবাহন থামিয়ে যাত্রী উঠা/নামা করা যাবে না।
৩। নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রী উঠানো/নামানো যাবে না। সেক্ষেত্রে বাস ফুটাপাথের সাথে ঘেঁষে দ্রুততম সময়ে যাত্রী উঠানো/নামানো সম্পন্ন করতে হবে।
৪। আহাদ বক্সের সামনে, বঙ্গবন্ধু স্কয়ারের পিছনে, ডন প্লাজার সামনে কোন অবস্থায় যানবাহন দাঁড়ানো যাবেনা।
৫। প্রতিযোগিতা করে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবেনা।
ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, উল্লেখিত বিষয়গুলো মনিটরিং করা হবে ও কোনোপ্রকার ব্যত্যয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ট্রাফিক মতিঝিল বিভাগ সকল পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি লালন-পালন করার অনুরোধ জানিয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০