ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে ডিআইটি রোডের ডিভাইডারের উপর ফেন্সিং স্থাপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, জুন ১০, ২০২৪
  • 160 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্নস্থানে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপজ্জকভাবে রাস্তা পারাপার হতে দেখা যায় পথচারীদের। যা ট্রাফিক শৃঙ্খলার একেবারেই পরিপন্থী। দুর্ঘটনা রোধে ও যানজট নিরসর এ বিষয়ে সকলের সচেতনতা অবলম্বন করার বিকল্প নেই।
সরেজমিনে দেখা যায়, মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত মালিবাগ-রামপুরা সড়ক (ডিআইটি সড়ক) একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে রামপুরা ট্রাফিক জোনের মালিবাগ হতে রামপুরা ব্রীজের আউট গোয়িং-এ ‘ওয়াপদা’ নতুন রাস্তার মুখে যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা।
পথাচারীদের ট্রাফিক শৃঙ্খলায় নিয়ে আসার পাশাপাশি যানজট নিরসনে এবং দুর্ঘটনা রোধে আজ সোমবার মতিঝিল ট্রাফিক বিভাগ এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নিয়েছে। ট্রাফিক নিয়ম না মেলে চলা বন্ধে ডিআইটি সড়ক রোড ডিভাইডার এর উপর ১৩০ ফুট দীর্ঘ ফেন্সিং স্থাপন করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগ।


ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)এর দিক নির্দেশনায় ‘স্পট বাই স্পট’ ট্রাফিক সমস্যা সমাধানের লক্ষ্যে নগরবাসীকে স্বস্তি দিতে মতিঝিল ট্রাফিক বিভাগ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এ কাজটি ট্রাফিক বিভাগের পরিধিতে অন্তর্ভুক্ত নয়।
মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, যানজট নিরসনে এবং দুর্ঘটনা রোধে রাজধানীর অন্যতম ব্যস্ততম ডিআইটি সড়কে রোড ডিভাইডার-এর উপর ১৩০ ফুট দীর্ঘ ফেন্সিং স্থাপন করা হয়েছে। এর ফলে রাস্তায় যত্রতত্র রাস্তা পারাপার অনেকাংশই বন্ধ হবে। এতে একদিকে যানজট কিছুটা হলেও নিরসন হবে, অন্যদিকে দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০