ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

মেডিকেল ভর্তি পরীক্ষা: সঠিক কেন্দ্রে ৩০ পরীক্ষার্থীকে পৌঁছে দিলো ট্রাফিক মতিঝিল বিভাগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪
  • 291 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল ট্রাফিক বিভাগে আওতাধীন দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রায় ৬০০০ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরিস্থিতি বিবেচনা করেন ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত সময়ে তাদেরকে সঠিক কেন্দ্রে পৌছে দেওয়ার উদ্যোগ নেয়া হয়। পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকা না পড়েন সেদিকে লক্ষ্য রেখে মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌছে দেন ট্রাফিক পুলিশ। কেন্দ্র দুটির মধ্যে আইডিয়াল-মুগদা কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মতিঝিল কেন্দ্র এবং আইডিয়াল-মতিঝিল কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মুগদা কেন্দ্রে চলে যান পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল ইসলাম পিপিএম। তিনি জানান, মতিঝিল ট্রাফিক পুলিশের আওতাধীন এলাকায় দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ৩০ পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্র কেন্দ্রে চলে আসেন। তাৎক্ষণিকভাবে সময় স্বল্পতা ও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের পুলিশের নিজ দায়িত্বে পরীক্ষা শুরুর আগেই সঠিক কেন্দ্র অর্থাৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি জানান, গুরুত্বপূর্ণ এ পরীক্ষার কথা চিন্তা করে কেন্দ্র দুটিতে আমাদের Quick response team (QRT) আগে থেকেই প্রস্তুত ছিল।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনকারী ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মকর্তা জানান, ডিসি ট্রাফিক মতিঝিল স্যার আগে থেকেই আমাদেরকে এই বিষয়ে প্রস্ততি রাখতে বলেছিলেন। স্যারের দিক নির্দেশনা মোতাবেক মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্টগণ কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পৌঁছে দেন।


ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশের এ ধরনের প্রশংসনীয় কর্মকান্ডে পরীক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জানা যায়, রাজধানীর এ দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় গুরুত্ব বিবেচনা করে পরীক্ষাকালীন সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক সতকর্তা অবলম্বন করা হয়। সকাল থেকেই ট্রাফিক মতিঝিল বিভাগে পক্ষ থেকে মাইকিং করে সকল পরীক্ষার্থীদের সতর্ক করা হয়। যাতে তারা প্রবেশপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরীক্ষার্থীদের সাথে অভিভাবক যারা এসেছেন তাদের দ্রুত সময়ের মধ্যে কেন্দ্র এলাকা ত্যাগ করে সুশৃঙ্খলাভাবে অন্য পরীক্ষার্থীদের প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করে কেন্দ্রে আশেপাশের এলাকা যানযটমুক্ত ছাড়াও সকল ধরনের শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেয় ট্রাফিক মতিঝিল বিভাগে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০