ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • 12 শেয়ার

মোঃ বজলুর রহমান
নব্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন, নতুন কমিটি স্বচ্ছতার ভিত্তিতে গঠন করা হয়নি, বরং টাকা ও রাজনৈতিক আঁতাতের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের একটি অংশ পদত্যাগ করেছেন এবং কমিটি বাতিল না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন এবং তাঁদের বহু অনুসারী নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে মূল আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে, অথচ ছাত্রলীগের সাথে আঁতাত করা কিছু ব্যক্তিকে ভাইটাল পদে বসানো হয়েছে। এই পকেট কমিটি তাঁরা মানেন না এবং কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এক পদত্যাগকারী নেতা বলেন, “আমাদের রক্ত ঝরিয়ে সংগঠন দাঁড় করিয়েছি, অথচ আজকে আমাদের বাদ দিয়ে ছাত্রলীগ ঘেঁষা ব্যক্তিদের সুযোগ দেওয়া হচ্ছে। এটা আমরা মেনে নেব না। আমরা চাই সংগঠনের স্বচ্ছ নেতৃত্ব, কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা রাজনৈতিক চাপ নয়।”
সংগঠনের পদত্যাগকারী নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে নব্য গঠিত কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন। একইসঙ্গে মূল ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহŸায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
এই দাবি না মানলে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং মানিকগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এই ঘটনার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখায় চরম বিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষ বলছে, তাঁরা আন্দোলনের নৈতিকতা রক্ষা করতে চান, অন্য পক্ষ বলছে, সংগঠনের উন্নয়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তবে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০