মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জের দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ আয়োজিত “দিঘী ইউনিয়ন ইসলামি কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫”-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভাটবাউর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন এবং সভাপতিত্ব করেন মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে সালামন্তে ছিলেন দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মুফতি জাহিদুর রহমান।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন মোঃ বজলুর রহমানের মেয়ে মাহফুজা আক্তার । দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ তানভীর খান এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মিলন হোসেন এছাড়া ২৫ জনসহ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয় ।
এছাড়াও, অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন দাবানল শিল্পী গোষ্ঠী।
প্রধান আলোচক শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানের সভাপতি মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “ইসলাম জ্ঞানার্জনের উপর গুরুত্ব দিয়েছে। আমাদের উচিত বেশি বেশি জ্ঞান অর্জন করা।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী মুরাদ হুসাইন, মুফতি শেখ মাহবুবুর রহমান, মাওলানা মুহসিনুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাবের আল সাফা, মুফতি মোঃ আশরাফ আলী, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, মুফতি মোঃ মুজিবুর রহমান সহ আরও অনেকে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা মোঃ আশিকুর রহমান সানোয়ার ।