ঢাকা   ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মর্ডান হারবালের মালিক আলমগীর মতির আলাদিনের চেরাগ, নেপথ্যে কি?

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মে ২৯, ২০২৪
  • 198 শেয়ার

বিশেষ প্রতিনিধি
ডা. আলমগীর মতি দেশজুড়ে এক আলোচিত নাম, পরিচিত মুখ। তিনি মর্ডান হারবাল গ্রুপের মালিক। টেলিভিশনে টাকার বিনিময়ে সময় বরাদ্দ নিয়ে হারবাল চিকিৎসার গুণগান করেন জনসাধারণকে স্বাস্থ্য ও চিকিৎসার জ্ঞান বিতরণ করেন। জানা যায় বিগত দুই দশক ধরে তিনি বিভিন্ন টেলিভিশনে এসব অনুষ্ঠান প্রচার ও নির্মাণে যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সে পরিমাণ অর্থ দিয়ে একটি টেলিভিশন চ্যানেলই প্রতিষ্ঠা করা যেত। টাকা থাকলে সব করা যায়। তিনি তার ইচ্ছামত যা খুশি তা করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে তার এত বিপুল অর্থ ভান্ডারের উৎস কোথায়? তিনি যে মর্ডান হারবাল গ্রুপ প্রতিষ্ঠা করেছেন তার উৎপাদিত ওষুধ দেশের কোথায়, কোন অঞ্চলে বিক্রি হয়?
বিজনেস ফাইলের পক্ষ থেকে বাংলাদেশের ৬৪টি জেলায় অনুসন্ধান চালিয়ে তার কোম্পানি উৎপাদিত ওষুধ তেমন বিক্রি হতে দেখা যায় না। অথচ ঢাকাতে তার নামে বেনামে বিপুল সম্পদ। ডেমরায় নিজস্ব বিশাল জমিতে ফ্যাক্টরি। রাজধানীতে গুরুত্বপূর্ণ এলাকায় আবাসিক প্লট-ফ্ল্যাট। কয়েক হাজার স্কয়ার ফিটের অফিস। থাইল্যান্ডে বিশাল হোটেল ও পর্যটন ব্যবসা রয়েছে তার। যেটি দেখাশুনা করে তার ছেলে। এ ব্যাপারে তার ট্যাক্সে ফাইলে কোনো কিছু উল্লেখ নেই। আমেরিকা ও কানাডায় রয়েছে বিলাশবহুল বাড়ি ও ফ্ল্যাট। নিজ জন্মভূমি শরিয়তপুরে হাজার বিঘা জমিতে বাগানবাড়ি, কৃষি জমি ও পর্যটন কেন্দ্র। সাভারে ৫০ বিঘা জমিতে বাগানবাড়ি। এখন কথা হচ্ছে যার দৃশ্যমান ব্যবসাই নেই, তার এত সম্পদের উৎস কি? তিনি কোন পথে, কোন উপায়ে এত অর্থ-বিত্তের মালিক হলেন? সেই আলাদিনের চেরাগের খোঁজে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়া বর্তমান সরকারের বিভিন্ন বাহিনী কবে অনুসন্ধানে নামবেন? ইতোমধ্যে চাকরি জীবনে ক্ষমতার শিখরে একাধিক ব্যক্তির দুর্নীতির বিষয়ে দেশে ব্যাপক তোলপাড়ে প্রশাসন ও ব্যবসায়ীদের ভীত নড়েচড়ে বসেছে। জনগণের প্রত্যাশা গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি দুর্নীতিতে জিরো টলারেন্স এ ব্যাপারে আসলেই সরকার এগুতে শুরু করেছে। তবে এই অগ্রসর হওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা ও খ্যাতিকে দেশ-বিদেশে অনন্য উচ্চতায় পৌছে দিবে বলে তাদের প্রত্যাশা।
আগামী সংখ্যায় থাকছে আরো চমক…

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০