ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

বড় পর্দার প্রথম ‘জেমস বন্ড’ শন কনেরি আর নেই

বিবিসি
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৩১, ২০২০
  • 181 শেয়ার
শন কনেরি
হলিউড কিংবদন্তি স্যার শন কনেরি

হলিউড কিংবদন্তি স্যার শন কনেরি ৯০ বছর বয়সে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। এ স্কটিশ অভিনেতা বড় পর্দায় প্রথম জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

তার ছেলে জেসন জানান, বাহামাতে থাকাকালীন স্যার শন ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। ‘কিছুদিন তিনি অসুস্থ ছিলেন।’

শন কনেরি কয়েক দশক ধরে অভিনয় করে গেছেন। তিনি ‘দ্য আনটাচেবলস’ চলচ্চিত্রে একজন আইরিশ পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য ১৯৮৮ সালে অস্কার পুরস্কারে ভূষিত হন।

স্যার শনের অন্য ছবিগুলোর মধ্যে ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড লাস্ট ক্রুসেড’ এবং ‘দ্য রক’ অন্যতম।

দীর্ঘকাল ধরে স্যার শনকে জেমস বন্ডের সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়।

তিনি ২০০০ সালে ইংল্যান্ডের রানির কাছ থেকে নাইট উপাধি পান। আগস্টে ৯০তম জন্মদিন পালন করেন স্যার শন।

তিনি দীর্ঘদিন স্কটিশ স্বাধীনতার সমর্থক ছিলেন।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন বলেন, ‘আজ সকালে স্যার শন কনেরির মৃত্যুর খবর শুনে আমার মন খুব খারাপ হয়ে যায়। আমাদের জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে শোকাহত।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০