ঢাকা   ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেলকুচিতে ঢাকা ব্যাংক আয়োজনে সার্বজনীন নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪
  • 50 শেয়ার
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিয়োগিতায় হাজার হাজার জনতার ঢল। শুক্রবার বিকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখা থেকে তোলা

মিন্টু মিয়া, বেলকুচি প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে ঢাকা ব্যাংক নৌকাবাইচ চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা ব্যাংকের অর্থায়নে মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসির আয়োজনে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায়  নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হোন হাজার হাজার মানুষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলীম, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা খান বাবলু, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রাফিউর রহমান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি শাখার ঢাকা ব্যাংকের ম্যানেজার মনির হোসেন, বেলকুচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হোসেন মিয়া, পৌর বিএমপির আহ্বায়ক আলতাফ হোসেন, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমানিক, সোহাগপুর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ শেষে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মটর সাইকেল, ফীজ, টিভিসহ নানা পুরষ্কার তুলে দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০