
বিজনেস ফাইল প্রতিবেদক
আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলস্থ এফবিসিসিআই আইকন ভবনের সপ্তম তলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। এ মাহফিলে ব্যবসায়ী সমাজের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই সকলকে ধন্যবাদ জানান আয়োজক বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক ব্যবসায়ী নেতা জাকির হোসেন নয়ন। তিনি বলেন বেগম খালেদা জিয়ার মত একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় জন নেই।আমরা তার আশু সুস্থতা কামনা করছি।
এ প্রতিবেদককে মাহফিলে উপস্থিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার মত আপোসহীন নেত্রী আর নেই। তিনি প্রকৃত দেশপ্রেমিক । নারায়ণগঞ্জ-৩ (ফতুল্লা) আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তার আশু সুস্থতা কামনা করছি।তার সন্তান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তাকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করে।
দোয়া মাহফিলে আসা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহবায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। তার দ্রুত সুস্থতা কামনা করছি।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ বজলুর রহমান বলেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একজন গর্বিত নারী। তার দ্রুত সুস্থতা কামনা করছি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফ বিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন বেগম জিয়া গণতন্ত্রের প্রতীক। তার দ্রুত সুস্থতা কামনা করছি।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, সদস্য সচিব জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাত্তার গ্রুপের চেয়ারম্যান এম এ সাত্তার খান, আবু সাদেক, দেওয়ান নাসিরুল হক, ডাক্তার মাহবুব হাফিজ, আলহাজ্ব বেলায়েত হোসেন, আনিসুর রহমান বাদশা, ঢাকা মিডিয়া ক্লাব সভাপতি অভি চৌধুরী, তানভীর মোহাম্মদ দিপু, ফারুক হোসেন, এসএমই সংগঠক ও আলোচিত উপস্থাপক ট্রফি ইসলাম, আওলাদ হোসেন রাজিব, জিবি সদস্য শামসুর রহমান শাহিন, সরকার হাবিব সহ দুই শতাধিক ব্যবসায়ী নেতা।
আপনার মতামত লিখুন :