আঁখিতে রেখেছি আঁখি
কোন এক ফাগুনে।
ভালোবেসে তব ছবি
মন পোড়ে আগুনে।
হৃদয়ের পাটাতন
বানিয়েছি আয়না
কল্পনায় ছুঁয়ে যাই
আদুরীর বায়না—-
সন্ধ্যাতারা দেখবে বলে
মনের দুয়ার খুলে
মদির হাওয়ায় উড়ছ তুমি
দূরদিগন্তে পাল তুলে।
তোমার বুকে রেখে মাথা
মন-উল্লাসে গাই যে গান
কানায় কানায় ভরিয়ে দিলে
আমি কৃষ্ণের দগ্ধ প্রাণ।
কমনীয় আঁখি তব
নাচে মোর আঁখিতে
চাই যে তোমারে আমি
নাম ধরে ডাকিতে।
খোঁপা খুলে এলো চুলে
বুনো জোছনায়
এসো তুমি, হারিয়ে যাবো
দূর অজানায়।
-নিজামউদ্দীন মুন্সী-