নিজস্ব প্রতিবেদক
আসন্ন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিসিসিএমইএ) এর কার্যকরি পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে” চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদ ” ঢাকা রিপোটার্স ইউনিটিতে ইশতেহার প্রকাশ করে।
ইশতেহারে উদীয়মান রপ্তানিমুখী শিল্প চারকোল খাতের বর্তমানের বিভিন্ন চ্যালেন্জ মোকাবেলা করে এ খাতকে টেকসই করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।
এ পরিষদ নির্বাচিত হলে কাঁচামাল স্বল্পতা, সহজে পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি, পণ্য জাহাজীকরণ ও জাহাজ ভাড়া কমানোর বিষয়ে যথাপোযুক্ত উদ্যাগ গ্রহণ করা হবে বলে জানানো হয়। তাছাড়া এখাতের সংস্কার ও উন্নয়নের বিষয়ে বিস্তারিত উন্নয়ন ভাবনা প্রকাশ করা হয় ইশতেহারে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ফ্যাক্টরিকে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে রূপান্তর, স্বল্প সুদে সহজে ঋণ প্রাপ্তি, সমিতির স্থায়ী অফিস ক্রয়, উৎপাদন শ্রমিকদের স্বাস্থ্য বীমা, বাজার সম্প্রসারনের জন্য বিভিন্ন দেশে মেলার আয়োজনসহ এ খাতের উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানটি সমন্বয় করেন আসন্ন নির্বাচনের সহ-সভাপতি -১ প্রার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম। ইশতেহার প্রকাশ করেন সভাপতি প্রার্থী আতিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সহ-সভাপতি প্রার্থী মেহেদী হাসান জুলিয়াস ও হাবিব-এ-হাসান।
সভায় চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদের প্রার্থী শাহরিয়ার ইবনে ইব্রাহিম, মোফাজ্জল হোসেন খোকন, মোহাম্মদ শামসুল আলম তালুকদার, আলমগীর কবির, সাহাদাত হোসেন উজ্জল, ফারহানা শারমীন কাকন, মিরাজ মোহাম্মদ তারেকুল হাসান, হোসাইন আহমেদ চৌধুরী, শামীম- উল – হক সহ এসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।