বিজনেস ফাইল ডেস্ক
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ।
প্রধান আলোচক ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট সাঈদুল হক সাঈদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া। সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিব।
মূল প্রবন্ধক হিসেবে উপস্থিত ছিলেন, সায়ন্স ইন্টারন্যাশনালের চীফ এডভাইজার টু গভর্নর লায়ন ডক্টর এম আলমগীর হোসেন । অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন এম শফিক উদ্দিন অপু।
অনুষ্ঠানে অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক ডক্টর মো. আশরাফুল হক মিয়াকে সমাজসেবায় ও অটিজম চিকিৎসায় অসাধারণ ভুমিকা রাখায় হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত করা হয়।
উল্লেখ্য, অটিজম চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মো. আশরাফুল হক মিয়া দেশে ও বিদেশে অটিজম চিকিৎসায় যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।