ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

বিএভিএস হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 57 শেয়ার

স্টাফ রিপোর্টার
বিএভিএস সরকার কর্তৃক পরিচালিত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। বিএভিএস ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ৩৪ টি ক্লিনিকের মাধ্যমে সারা দেশব্যাপী পরিবার পরিকল্পনা সেবা প্রদান নিশ্চিত করে। ১৯৭৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইউএসএইড এর অর্থায়নে বিএভিএস প্রতিষ্ঠান পরিচালিত হয়। ১৯৯২ সাল থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি ইউনিটের অপারেশনাল প্ল্যান এর জিওবি (উন্নয়ন) খাতে সংস্কারকৃত অর্থ দ্বারা বিএভিএস প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ১৯৯২ সাল থেকে অদ্যবধি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব /যুগ্ম সচিব /সিনিয়র উপ সচিবগণ প্রশাসক হিসেবে বিএভিএস এর প্রশাসনিক ও অন্যান্য সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে, মো. নজরুল ইসলামের সভাপতিত্বে, বিএভিএস এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তারা বলেন, বর্তমানে সারাদেশে ১৮টি ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে বিএভিএস প্রতিষ্ঠান। প্রত্যেক বছর বিএভিএস প্রতিষ্ঠান ১৮ টি ক্লিনিক এর মাধ্যমে ১,৫২,০০০ সেবা গ্রহীতাকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। ষড়যন্ত্রকারীরা বিএভিএস মিরপুর মা ও শিশু হাসপাতালের মেইন গেট বন্ধ করে দেয় যার ফলে মিরপুর এলাকায় আগত সেবা গ্রহীতা গর্ভবতী মা ও অন্যান্য রোগীরা ০৪/০১/২০২৫ তারিখ হতে অদ্যবধি চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। বিএভিএস এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কর্তৃক প্রধান কার্যালয়ে উপ-পরিচালক (অর্থ) এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সত্যিকার অর্থে উপ-পরিচালক (অর্থ) বিএভিএস এর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা উপ-পরিচালক (অর্থ) এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই। মূলত : বিএভিএস এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের দোসর, দাবীলীগ, সুবিধাভোগী ও দুর্নীতিবাজ। প্রকৃতপক্ষে তারা বিএভিএস প্রতিষ্ঠানকে রাজস্ব খাতে নেওয়ার নাম করে প্রতিষ্ঠান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা বিএভিএস প্রতিষ্ঠানকে বন্ধ করতে চাই। এমতাবস্থায় বিএভিএস প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা/ কর্মচারীরা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ও ষড়যন্ত্রকারীদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা আরো বলেন, বিএভিএস প্রতিষ্ঠানকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। বিএভিএস প্রধান কার্যালয় কে বহিরাগত মুক্ত করতে হবে। আওয়ামী দোসর মুক্ত বিএভিএস তৈরি করতে হবে। বৈষম্য মুক্ত বিএভিএস সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে এবং অবিলম্বে বিএভিএস এর সেবা কার্যক্রম চালু করতে হবে।
পরিশেষে, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর এবং বিএভিএস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজ, ডা. আব্দুল মালেক, ডা. এস এম এমদাদ উল্লাহ, আজাদ শরীফ ও শাহনাজ নাজনীন বাবলী – গংদের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০