বিজনেস ফাইল প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে চলছে দেশের বীমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। বিআইএ সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মঙ্গলবার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন ভোটার। এদের মধ্যে রয়েছেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, বাংলাদেশে জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, সিটি ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হোসেইন আখতার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, ফেডারেল ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাইয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন।
সংশ্লিষ্টরা বলছেন, অতীতে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও দীর্ঘদিন পরে বিআইএ’র এবারের নির্বাচন হবে স্বঃতস্ফূর্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক। নির্বাচনে ভোটারদের মধ্যে যে কেউ প্রার্থী হতে পারবেন। কোন বাধা থাকবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল হিসেবে দেশের অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মতো বিআইএ’তেও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বলে মনে করেন অংশীজনরা।তাদের প্রত্যাশা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিআইএ’র এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে। যারা বীমা খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।
বিআইএ সূত্র জানায়, এ বছর সংগঠনটির ৮০ জন সদস্যের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি বীমা কোম্পানি থেকে একজন করে ভোটার হয়েছেন। বায়রা লাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স থেকে কেউ ভোটার হননি।
গত ৭ নভেম্বর বিআইএ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনী বোর্ড। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি বিকেল ৩ টায় মনোনয়নপত্র বাছাই এবং এদিন বিকেল ৫ টায় বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। বৈধ মনোনয়নপত্রের ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ২৩ জানুয়ারি দুপুর একটার মধ্যে আপীল বোর্ডে আপত্তি জানাতে হবে। ৩০ জানুয়ারি শুনানি করে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা এবং এ দিন বিকেল ৪ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টা পর্যন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৪ টায় প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।
গত ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান হলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।
আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্যরা হলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।