মো. ফারুক
বাজিতপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহম্পতিবার (২ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
এর আগে গত ৯ অক্টোবর ২০২৪ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের জন্য আবেদন করেন বাজিতপুর চেম্বারের সদস্য, খান সুপার মার্কেটের চেয়ারম্যান ও ব্যবসায়ী আবুল বাসার খান (সুমন খান)। বাজিতপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল ব্যবসায়ীর পক্ষ থেকে তিনি এ আবেদন করেন।
সুমন খানের আবেদনের প্রেক্ষিতে গত ২২ অক্টোবর ২০২৪ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের নির্দেশে সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ্য, করা হয় ২০১২ সালে লাইসেন্স প্রাপ্তি ও আরজেএসসি কর্তৃক নিবন্ধন প্রাপ্তির পর থেকে মন্ত্রণালয় উক্ত চেম্বারের নির্বাচন, পরিচালনা কমিটি ও অডিট সম্পর্কিত কোনো তথ্য প্রেরণ করেনি। যে কারণে বাজিতপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য আবুল বাসার খান ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য আবেদন করেছেন।
নোটিশে আরো বলা হয়, উক্ত চেম্বার অব ইন্ডাস্ট্রিতে ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য বা সংশ্লিষ্ট সেবাখাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না প্রতীয়মান হওয়ায় বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী কেন প্রশাসন নিয়োগ করা হবে এই বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান।
২ জানুয়ারি মন্ত্রণালয় কর্তৃক বাজিতপুর চেম্বারে প্রশাসক নিয়োগের আদেশে উল্লেখ্য করা হয়, বাজিতপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি কারণ দর্শানোর জবাবে উক্ত চেম্বারের আহ্বায়ক কমিটির অনুপস্থিতিতে বর্তমান চেম্বারের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম ব্যহত হচ্ছে। আহ্বায়ক কমিটির অনুপস্থিতি ও চেম্বারের কার্যক্রম পরিচালনায় আহ্বায়কসহ সদস্যদের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় সংগঠনটিতে গতিশীল করার প্রয়োজনীয়তা রয়েছে।
এ ব্যাপারে সুমন খান বলেন, ‘বাজিতপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অচল অবস্থা নিরসনের জন্যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সরাসরি কথা বলি এবং আমাদের চেম্বারকে গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করি। বাজিতপুর বাজারের ব্যবসা পরিস্থিতি নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে বলি। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে বাজিতপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন। আমি আশা করি, আমাদের চেম্বারে নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।