ঢাকা   ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪) সাবেক এমপি শম্ভু ৬ দিনের রিমান্ডে বাংলাদেশি পর্যটক কম, কলকাতার ব্যবসা-বাণিজ্যে ধস বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র আর নেই ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি ব্যাংক মালিকদের এফবিসিসিআইতে সভাপতি হিসেবে দেখতে চাই না: মাহবুবুর রহমান খান শেরপুর সদর হাসপাতালের অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকের গলা চেপে ধরলেন তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা সিলেটে এক কোমলমতি শিশুকে হত্যা করে তারই হাউস টিউটর

বাজিতপুরে মিথ্যা মামলা ও মানববন্ধনে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
  • 28 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দুজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি । সে মানববন্ধনে কাইয়ুম খান হেলালের নির্দেশে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী ৷ এতে সাংবাদিকসহ ৭ জন আহত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাজিতপুর উপজেলা শাখা ।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সেলিম হায়দার প্রথমে প্রেস ব্রিফিং দেন, পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও হুমাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খান হেলাল তার লোক দিয়ে একটি মিথ্যা মামলা করে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দুই জন লোকের নাম আছে । এর প্রতিবাদে আমরা বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দেয় । গতকাল সোমবার সকাল ১০টায় বাজিতপুর বাঁশমহল এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মানববন্ধনের লোকজন আসতে থাকে এমতাঅবস্থায় কাইয়ুম খান হেলাল এর নির্দেশে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় । এতে আমাদের ৫ লোক আহত হয়।

আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলাল খান একজন লেবাশধারী চরমোনাই। সে আসলে একজন নদী দখলবাজ । এলাকায় প্রভাব বিস্তারে জন্য দলের পরিচয় বহন করে । হেলাল খান মামলায় তার নাম না দিতে বিভিন্নভাবে আমার উপর চাপ দিচ্ছে । অপরাধীরা যেন আসামি হতে বাদ না যায় সে জন্য সাংবাদিকদের সাহায্য চাচ্ছেন তিনি ।
এই সময় তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অপরাধীদের শান্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাজিতপুর উপজেলা শাখার সভাপতি সাহজাদ ভূঁইয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান চান। শ্রমিক আন্দোলনের সভাপতি রিয়াজতুল্লাহ রিয়াজ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অর্থ সম্পাদক মাইনুল ইসলাম ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০