ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

বাজিতপুরে মিথ্যা মামলা ও মানববন্ধনে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
  • 73 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দুজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি । সে মানববন্ধনে কাইয়ুম খান হেলালের নির্দেশে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী ৷ এতে সাংবাদিকসহ ৭ জন আহত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাজিতপুর উপজেলা শাখা ।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সেলিম হায়দার প্রথমে প্রেস ব্রিফিং দেন, পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও হুমাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খান হেলাল তার লোক দিয়ে একটি মিথ্যা মামলা করে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দুই জন লোকের নাম আছে । এর প্রতিবাদে আমরা বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দেয় । গতকাল সোমবার সকাল ১০টায় বাজিতপুর বাঁশমহল এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মানববন্ধনের লোকজন আসতে থাকে এমতাঅবস্থায় কাইয়ুম খান হেলাল এর নির্দেশে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় । এতে আমাদের ৫ লোক আহত হয়।

আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলাল খান একজন লেবাশধারী চরমোনাই। সে আসলে একজন নদী দখলবাজ । এলাকায় প্রভাব বিস্তারে জন্য দলের পরিচয় বহন করে । হেলাল খান মামলায় তার নাম না দিতে বিভিন্নভাবে আমার উপর চাপ দিচ্ছে । অপরাধীরা যেন আসামি হতে বাদ না যায় সে জন্য সাংবাদিকদের সাহায্য চাচ্ছেন তিনি ।
এই সময় তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অপরাধীদের শান্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাজিতপুর উপজেলা শাখার সভাপতি সাহজাদ ভূঁইয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান চান। শ্রমিক আন্দোলনের সভাপতি রিয়াজতুল্লাহ রিয়াজ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অর্থ সম্পাদক মাইনুল ইসলাম ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০