সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের জুলাইযোদ্ধা রাকিব হত্যার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বাজিতপুর বাজার বাঁশমহল এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, কৈলাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, নিহত রাকিবের ছোট ভাই ও মামলার বাদী রিয়াদুল ইসলাম, নাগরিক পার্টি ও এনসিপির বাজিতপুর শাখার প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না এবং কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তারা বলেন, রাকিব হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হলেও প্রায় এক মাস পার হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা কোনো সহযোগিতা করছেন না।
নিহত রাকিবের ভাই রিয়াদুল ইসলাম জানান, আসামিদের একজন শাওন তার ভাইকে নিয়ে যায় এবং এ ঘটনার পর তিনি কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব কাউসারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করায় পরিবারসহ এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :