মোহাম্মদ খলিলুর রহমান :-
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান -২০২৪ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করেছে বাজিতপুর আনসার বাহিনী।
বাজিতপুর আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারদিন বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার ফারুক।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক রেহানা সিকদার, দলনেত্রী নাদিরা ইয়াসমিন শান্তা, পৌরসভা ৪ নং ওয়ার্ড ভিডিপি দলনেতা জুবায়ের আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন
উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, ভেষজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ের হঠাৎ প্রচণ্ড গরম এবং হঠাৎ ভারী বৃষ্টি এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক হিসেবে আমরা বাজিতপুরে শতাধিক চারা গাছ রোপণ করেছি । যাতে করে উদ্ভিদকুল, প্রাণিকুল এবং সর্বোপরি বাসযোগ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হয়।