ঢাকা   ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩ মতিন খানকে এফবিসিসিআই পরিচালক পদে দেখতে চায় পুরান ঢাকাবাসী খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সফরসঙ্গী হচ্ছেন যারা দুদকের ৩ মামলা: ছাগলকাণ্ডের মতিউরের আরো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির নারায়ণগঞ্জে চারতলা বাড়ি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫) যাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মুসলমান হয়েছিলেন প্রবীর মিত্র, আজিমপুর কবরস্থানে দাফনের সিদ্ধান্ত

বাংলাদেশ হো‌সিয়া‌রি এসোসিয়েশন নির্বাচন ৩ ফেব্রুয়ারী

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
  • 18 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
হো‌সিয়া‌রি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশনের ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হ‌য়ে‌ছে। ৩ ফেব্রুয়ারী মিশনপাড়াস্থ হো‌সিয়া‌রি ক‌মিউনি‌টি সেন্টার ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ‌নগরীর হো‌সিয়া‌রি ক্লাবে অনু‌ষ্ঠিত নির্বাচন বো‌র্ডের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের দ্বি বা‌র্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ উপল‌ক্ষে গত নভেম্বর হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি সাঈদ আহ‌মেদ স্বপনের নেতৃ‌ত্বে প‌রিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) এর জরুরী সভায় বা‌ণিজ‌্য সংগঠন বি‌ধিমালা ১৯৯৪ইং এর ১৪নং অনুচ্ছেদ অনুযায়ী এক‌টি নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

দৈ‌নিক দে‌শের আলো প‌ত্রিকার সম্পাদক আনিসুল ইসলাম সা‌নি‌কে নির্বাচন বো‌র্ডের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের প‌রিচালক আলহাজ্ব মো. জাকা‌রিয়া ওয়া‌হিদ ও লায়ন হো‌সিয়া‌রির স্বত্তা‌ধিকারী কৃষ্ণ কুমার সাহা‌কে সদস্য ম‌নোনীত ক‌রে ‌হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশন নির্বাচন বোর্ড গঠন করা হয়।

একইস‌ঙ্গে হো‌সিয়া‌রি এসো‌সি‌য়েশ‌নের সা‌বেক সহ সভাপ‌তি আলহাজ্ব জি এম হায়দার আলী‌কে নির্বাচন আপীল বো‌র্ডের চেয়ারম্যান এবং আরাফাত হো‌সিয়া‌রির স্বত্তা‌ধিকারী মো. দে‌লোয়ার হো‌সেন ও রিন টেক্সটাইল ও গা‌র্মেন্টে‌সের স্বত্তা‌ধিকারী আলহাজ্ব মো. শওকত আলী‌কে সদস্য মনোনীত করে নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী বোর্ড প্রথমে আগামী ৫ ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে ভোটার হওয়া নিশ্চিত করবে। এরপর আগামী ২৪ ডি‌সেম্ব‌রের মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

ভোটার তালিকা প্রণয়নের পর ২৮, ২৯ ও ৩০ ডি‌সেম্বর ম‌নোনয়নপত্র বিতরণ, ৩১ ডি‌সেম্বর এবং ১ জানুয়ারী দুইদিন ম‌নোনয়নপত্র জমা নেওয়া হ‌বে। এরপর ৩ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০