ঢাকা   ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আমাদের বলার জায়াগা নেই….. বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি: রাহাত ফতেহ আলী খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রশাসন ক্যাডারদের অবস্থান আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপি ও সমমনারা নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ: ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ৩০০ মিলিয়ন ডলার পাচার: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হোটেল পূর্বানিতে বারভিডা’র জমজমাট নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত পাইপ ও টিউবওয়েল এসো. নির্বাচন: সমমনা পরিষদ প্রার্থীরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ

বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি: রাহাত ফতেহ আলী খান

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
  • 7 শেয়ার

বিনোদন ডেস্ক
উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই গায়ক বিনা পারিশ্রমিকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন।

মঞ্চে ওঠার পরে উপস্থিত সংগীতপ্রেমীরা রাহাত ফতেহ আলী স্বাগত জানান। এরপর তিনি ভক্ত-অনুরাগীদের ভালোবাসার কথা জানান। মঞ্চে উঠেই কিংবদন্তী সংগীতশিল্পী বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’

এরপর এক এক করে সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন। স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুগ্ধ হয়ে ভক্তরা গান উপভোগ করেছেন।

যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিল।

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।

প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০