ঢাকা   ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নি এখন অনেক বড়

টাইমস অফ ইন্ডিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২০
  • 227 শেয়ার
হরশালি
বজরঙ্গি ভাইজানের মুন্নি এখন কিশোরী হরশালি মালহোত্রা

সালমান খান- কারিনা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজান-এ ছোট্ট মুন্নির কথা মনে আছে নিশ্চয়। মনে থাকবেই না কেন, ওমন ছোট্ট মুন্নির অভিনয় আর মিষ্টি হাসি যে দর্শকমহলে নজর কেড়ে নিয়েছিল অনায়াসেই।

তবে সেই মুন্নি এখন ধীরে ধীরে বড় হচ্ছে। সম্প্রতি ইন্সটাগ্রামে দিওয়ালি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছে হরশালি মালহোত্রা। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

২০১৫ সালে বজরঙ্গি ভাইজানে পাকিস্তানের বাসিন্দা বোবা মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করেছিল হরশালি। তবে সেই মুন্নি এখন বেশ বড় হয়ে গিয়েছে। সিনেমায় যেমন দেখা গিয়েছিল, বর্তমানের ছবির সঙ্গে মেলালে তা একটু অবাক হতে হয় বৈকি। অনেকেই যেমন বলেছন, যে মেয়েটি মুন্নিতে অভিনয় করেছিল, সে এই মেয়ে নয়। বিশ্বাসই করতে চাননি যে ইন্সটাগ্রামে পোস্ট করা মিষ্টি মেয়েটি সত্যিই হরশালী কিনা।

ছবিতে লালা চুরিদারে সেই মিষ্টি হাসির ছোঁয়ায় দেখা গিয়েছে হরশালিকে। বাড়িতে রঙ্গোলির সামনে প্রদীপ জ্বালিয়ে ছবি তুলেছে সে। সকলকে হ্যাপি দিওয়ালি জানিয়ে পোস্ট করেছে ছবিগুলি।

শুধু দিওয়ালিই নয়, ভাইফোঁটা উপলক্ষ্যে তাঁর ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেছে হরশালি। সেখানে একটি হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ পড়েছেন। ভাইয়ের মঙ্গলকামনায় কপালে ফোঁটা দেওয়ার ছবি তুলে ভক্তদের জন্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ইয়ার মুন্নি তো বহুত বড়ি হোগেয়ি, লিটারালি পেহচানা নেহি!। অপর এক ভক্ত লিখেছেন মুন্নি বেটা তু তোহ বহুত বড়ি হোগেয়ি রে…

টাইমস অফ ইন্ডিয়ার এক সাক্ষাত্‍কার হরশালি, সিনেমায় সালমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলেছিল। সে জানিয়েছিল, সালমান আঙকেলের সঙ্গে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। সে আমার সঙ্গে খেলত, আমরা এটিভি রাইডেও চড়তাম। সেটের মধ্যে সে আমার সঙ্গে টেবিল টেনিসও খেলেছেন। আমাকে সেটে ও অভিনয় করার সময় সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করতেন। সেটে আমরা দুজনে খুব মস্তি করেছিলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০