আব্দুল্লাহ আল মামুন, ফেনী
ফেনীতে হোটেল ও গৃহকর্মী শ্রমিকরা পবিত্র রমজানের ছাটাই বন্ধ ও বেতন বোনাস প্রদানের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।ফেনী জেলা হোটেল রেস্টুরেন্ট এন্ড সুইটসমিট শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মঙ্গলবার বিকালে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা হোটেল শ্রমিকরা মিছিল পালন করেন।এর আগে, ফেনী জেলা হোটেল রেস্টুরেন্ট এন্ড সুইটসমিটস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। শ্রমিকদের বিভিন্ন দাবি বিশেষ করে রমজানের শ্রমিক চাটাই বন্ধ এবং বেতন বোনাস প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহবায়ক নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ, শ্রমিক নেতা আজিজুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইয়াহিয়া খান, রহিমা আক্তার হ্যাপি, ফেনী জেলা গৃহকর্মি শ্রমিক ইউনিয়নের সভানেত্রী সুলতানা আক্তার বকুল ও ফেনী জেলা দর্জি শ্রমিক এর সদস্য সচিব দিলারা বেগম প্রমুখ।
সবায় বক্তারা শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিক নির্যাতন বন্ধ, রমজান শ্রমিক চাটাই বন্ধ, দুই ঈদে দুই বোনাস প্রদান, দ্রব্যমূল্যের উধগতি প্রতিরোধ এবং শ্রমিকদের ন্যাযমূল্যে দ্রব্যমূল্য কিনার জন্য টিসিবির কাড প্রদানের দাবি জানান।
সভাশেষে শ্রমিক নেতৃবৃন্দ ফেনী জেলা হোটেল রেস্টুরেন্টে মালিক সমিতির সভাপতি বরাবরে স্মারকলিপি প্রদান করেন। শ্রমিক নেতৃবৃন্দ ২০ ফেব্রুয়ারী ফেনী পৌর প্রসাশক বরাবরে স্মারকলিপি প্রদান করবেন।
সবার সিদ্ধান্ত মোতাবেক ২৪ ফেব্রুয়ারি টিসিবি কার্ড প্রদানের জন্য ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন।