আব্দুল্লাহ আল মামুন, ফেনী
ফেনীতে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। গত দু’দিনের অভিযানে জেলার পরশুরাম উপজেলার কেতরাংগা, তারাকুচা, ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এবং চম্পকনগর বিওপির সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রি-পিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু-পিস, পন্ডস পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিশমিশ, নেহা মেহেদী। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ২৬ হাজার ৬১০ টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
ফেনী-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ‘দৈনিক বিজনেস ফাইল ‘কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে ।