ফেনী প্রতিনিধি
২০২৪-২৫ আগষ্ট ফেনীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ফেনীতে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ৫ আগষ্ট ফেনীর বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে লুট হওয়া অস্ত্র প্রথমে ছাগলনাইয়া ও দাগনভূঞা থেকে উদ্ধার করেছে আনসার সদস্যরা তার পর অন্যবাহিনী কিছু অস্ত্র উদ্ধার করেছে এখনো অনেক অস্ত্র উদ্ধার করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা। তিনি বলেন সামনে নির্বাচন আসছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ একটি সুন্দর নির্বাচন উপহার দিতে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা সহ সমস্ত ক্ষেত্রে অবদান রাখতে হবে। জেলার কল্যানে সবাইকে এক সাথে কাজ করতে হবে। ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আনসার ভিডিপির সদস্যরা আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
শনিবার সকালে ফেনী সরকারি কলেজ বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনীস্থ দাগনভূঞা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সাকলাইন বিন আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা আনসার ভিডিপির কমান্ড্যন্ট রাশেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সর্ববৃহত আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আনসার ভিডিপির এ বাহিনী দেশের সকল দূর্যোগ ও ক্লান্তি লগ্নে সরকারের নির্শেশনা মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে এ ছাড়া সকল নির্বাচনে এ বাহিনীর ভূমিকা অপরিসীম জনকল্যাণমুখী কাজে এদের অনেক ভুমিকা রয়েছে। প্রতিনি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ উপস্থিত ও দায়িত্ব থাকে আনসার ভিডিপির সদস্যরা আনসার ভিডিপির বাহিনী সদস্যরা যতো দায়িত্ব পালন করবে তত অন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজে ভালো ভূমিকা রাখতে পারবে।
সভাপতি জেলা প্রশাসক বলেন, আনসার ভিডিপির বাহিনী রুট ল্যাবেল পর্যায়ে দায়িত্ব পালন করে সরকার কে সহযোগিতা করে। ৫ আগস্টের পরে আনসার ভিডিপির সদস্যরা অন্য বাহিনীর পাশে থেকে আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার আগে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে সকলে শান্তিতে থাকতে চায়।
তিনি বলেন আইন শৃঙ্খলার বাহিরে আমরা চুল পরিমান বাহিরে যাবো না। আইন লঙ্ঘন করলে ক্ষমা নেই সে যে হউক এটা আমাদের মনে রাখতে হবে। অতীতের চেয়ে আরো অনেক সচ্চ নির্বাচন উপহার দিতে আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হবে তা পেশাদারিত্বের সাথে পালন করতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আনসার কমান্ডেন্ট মো হেলাল উদ্দীন। অনুষ্ঠানে ১৪ জন আনসার ভিডিপির সদস্য কে বাই সাইকেল, ৫ জন নারী সদস্যকে সেলাই মেশিন বিতরণ করা হয়।