Agaminews
Dr. Neem Hakim

প্রতারক জাকির হোসেন রিটনের কান্ড: অসহায় নারীদের গোপনে বিয়ে করে হাতিয়ে নেন সর্বস্ব


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন /
প্রতারক জাকির হোসেন রিটনের কান্ড: অসহায় নারীদের গোপনে বিয়ে করে হাতিয়ে নেন সর্বস্ব

জিন্নাতুল ইসলাম
একাধিক বিয়ে জাকির হোসেন রিটন এর পেশা ও নেশা। সরেজমিনে তথ্য নিয়ে জানা যায় মোঃ জাকির হোসেন রিটন ৫০ কসবা থানার চারগাছ গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে। জাকির তার প্রথম স্ত্রী ও তিন ছেলে গোপন রেখে বিগত ২০০৯ সালে তালাক প্রাপ্তা দুই সন্তানের জননী দুবাই প্রবাসী নাসিমা ৪৫ কে বিয়ে করেন। নাসিমা কামরাঙ্গীরচর আলীনগর এলাকায় বসবাস করেন। জাকির হোসেনের ঔরসে বাপ্পি নামক ১৪ বছরের এক ছেলে ও আগের সংসারের নাসিমার আর এক মেয়ে আছে। জাকির ব্যবসার কথা বলে সময়ে সময়ে নাসিমার প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়। কিছু দিন অতিবাহিত হলে নাসিমা জাকিরের সব গোপন তথ্য জেনে ফেলে। ফাঁস হয় জাকিরের প্রতারণার সব রহস্য। জাকির বিয়ের কথা বলে অসহায় একাধিক নারীদের জীবন ও সংসার নষ্ট করাই তার যেনো পেশা। প্রেম ভালোবাসার কথা বলে অসহায় নারীদের টাকা হাতিয়ে নেওয়াই তার নেশা। নাসিমার আগের সংসারের মেয়ের নিকট থেকে ব্যবসার কথা বলে জাকির ৮ লাখ টাকা হাতিয়ে নেয়ে। সর্ব শেষ ২০২৩ সালে হাজারীবাগ বাড্ডানগর এলাকা ঢাকায় লাভলী নামক এক মহিলাক বিয়ে করে গোপনে ঘর সংসার করতে থাকেন। লাভলীর বিষয়ে নাসিমা জাকির কে কিছু জিজ্ঞেস করলে বিগত ২৯ জুন ২০২৫ তাকে মেরে রক্তাক্ত জখম করে। জাকির হোসেন নাসিমাকে দিয়ে কামরাঙ্গীরচর ঢাকা বিভিন্ন সমিতি থেকে প্রায় ৫ লাখ টাকা লোন উত্তোলন করে এখন সে লাপাত্তা। জাকির হোসেন নাসিমার নিকট আরও দুই লাখ টাকা যৌতুক চায়। নাসিমা যৌতুক দিতে অস্বীকার করলে জাকির হোসেন বিগত ১৫ মে ২০২৫ নাসিমা কে মেরে রক্তাক্ত জখম করেন। নাসিমা কোথাও বিচার না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বিজ্ঞ এম এম আদালত ঢাকায় জাকির হোসেন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা পিটিশন মামলা করেন- মামলা নং ১৮৪/২৫ নাসিমা। ঋণের চাপে চোখের জল আর কান্না। নাসিমা আদালত ও প্রশাসনের নিকট তার যৌতুক লোভী প্রতারক স্বামীর বিচার চায়।