চট্টগ্রামে নিখোঁজের চার দিনের মাথায় সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম সরওয়ার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন সাংবাদিক গোলাম সরওয়ার। খবর পেয়ে তাকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন গোলাম সারোয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।