ঢাকা   ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 33 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের নিকলীতে দীর্ঘ ১৫ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সম্মেলনে কাউন্সিল ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম তালুকদার হেলিম নির্বাচিত হয়েছেন।
গতকাল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি অধিবেশনে এ সম্মেলন অনুষ্টিত হয়।
নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডঃ বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শরিফুল আলম।
সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।


প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, প্রধানবক্তা কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টার দিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫১০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে চারজন সভাপতি প্রার্থীর মধ্যে ঘড়ি প্রতীক নিয়ে ২২৯ ভোটে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন এড. বদরুল মোমেন মিঠু নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শফিকুল ইসলাম রাজনের ২১০ ভোট পান । সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতিকুল ইসলাম হেলিম তালুকদার (প্রাপ্ত ভোট ১৮৭ ভোট) নিকটবর্তী প্রার্থী এড. জিল্লুর রহমান (প্রাপ্ত ভোট ৮১) । কাউন্সিলে মোট ভোট পড়েছে ৪৯৩টি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০