ঢাকা   ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিকলীতে পূজা মণ্ডপে ৮০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৯, ২০২৪
  • 56 শেয়ার
ফাইল ছবি

মোহাম্মদ খলিলুর রহমান
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এসব পূজা মণ্ডপে র‍্যাব-পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এই বছর ১৩টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৮০ আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
দুর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। দুপুরে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়।

নিকলী আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, নিকলী উপজেলায় এবার ১৩ টি দুর্গাপূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮০ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হন।

নিকলী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অসীম চন্দ্র দাস বলেন, নিকলীতে ১৩টি পূজা মণ্ডপের ১৩ জন পিসি/এপিসি, ৬৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এছাড়াও একটি রিজার্ভ ইউনিট জরুরি অবস্থা মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এর আগে ৬ অক্টোবর অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৩৮ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০